শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

খুলনায় হত্যা মামলায় মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় জাহাঙ্গীর হোসেন হত্যা মামলার আসামি মো. জসিমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিল। গতকাল খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। জানা যায়, ২০১৫ সালে ১৯ মে নগরীর হাজী ইসমাইল লিংক রোডে (ইসলাম কমিশনার মোড়) এ হত্যাকাণ্ড ঘটে।

বাড়িতে মোবাইল চুরির ঘটনায় আসামি জসিমকে সন্দেহ করা হলে সে ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর হোসেনের ঘাড়ে ও গলায় ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা করেন। ওই বছরের ৩০ ডিসেম্বর সোনাডাঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক জি এম নজরুল ইসলাম অভিযোগপত্র দাখিল করেন। আসামি জসিম পেশায় একজন রিকশাচালক ছিলেন।

 

 

সর্বশেষ খবর