বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

গণমাধ্যম রাষ্ট্রের দর্পণ হিসেবে কাজ করে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যম রাষ্ট্রের দর্পণ হিসেবে কাজ করে : তথ্যমন্ত্রী

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ টেলিভিশনের নতুন লোগো উন্মোচন করা হয়েছে গতকাল। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদসহ অন্য অতিথিরা এই লোগো উন্মোচন করেন। রাজধানীর গুলশানে একটি হোটেলে সন্ধ্যায় এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন সেক্টরে অবদান রাখা আট গুণীকে সংবর্ধনা দেওয়া হয় এ অনুষ্ঠানে। এ সময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বক্তব্যে বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ শুধু নয়, গণমাধ্যম রাষ্ট্রের দর্পণ হিসেবে কাজ করে। প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আজকের পত্রিকার সম্পাদক গোলাম রহমান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সুশাসনের জন্য নাগরিক- সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠুসহ অন্যরা এ অনুষ্ঠানে উপস্থিত হন।

দেশ টিভির প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী, নির্বাহী চেয়ারম্যান তৌফিকা করিম, দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানসহ অন্যরা এতে বক্তব্য দেন। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বক্তব্যে বলেন, সমাজকে সঠিক তথ্য দেওয়ার ক্ষেত্রে, নতুন প্রজন্ম তৈরি করে দেশকে স্বপ্নের ঠিকানায় নিতে গণমাধ্যম ভূমিকা রাখে। একই সঙ্গে গণমাধ্যমের সেই শক্তি আছে মানুষকে ভিন্ন খাতে প্রবাহিত করার। সেজন্য গণমাধ্যম সঠিকভাবে পরিচালিত হলে সত্যিকার অর্থে সমাজের দর্পণ হিসেবে কাজ করতে পারে। সম্মাননা পাওয়া গুণীজনরা হলেন- ভাষায় ভাষা সংগ্রামী আহমদ রফিক, সংগীতে আইয়ুব বাচ্চু, শিক্ষায় অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, চিকিৎসায় অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, সাংবাদিকতায় মিজানুর রহমান খান (মরণোত্তর), সংস্কৃতিতে সুবীর নন্দী (মরণোত্তর), সংগীতে আইয়ুব চৌধুরী, খেলাধুলায় মারিয়া মান্ডা ও জিঙ্গেল কুইন সুমনা হক।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর