বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গতকাল রাজেন্দ্রপুর সেনানিবাসে অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে অর্ডন্যান্স মিউজিয়াম কমপ্লেক্স উদ্বোধন করেন। -আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের সপ্তম কোর পুনর্মিলনী ও ৪২তম বার্ষিক অধিনায়ক সম্মেলন গতকাল রাজেন্দ্রপুর সেনানিবাসের অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সেনাপ্রধান সম্মেলনে উপস্থিত অর্ডন্যান্স কোরের ইউনিটগুলোর অধিনায়ক ও অন্য কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান। পরে সেনাপ্রধান অর্ডন্যান্স মিউজিয়াম কমপ্লেক্সের শুভ উদ্বোধন করেন। এ সময় সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান, মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স মেজর জেনারেল মো. আবু সাঈদ সিদ্দিক, লজিস্টিকস এরিয়ার জিওসি মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের ভারপ্রাপ্ত জিওসি মেজর জেনারেল এস এম কামরুল হাসান, বিপসটের কমান্ড্যান্ট মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান ও সামরিক সচিব মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর