শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সমাবেশ ঠেকাতে ছাত্রলীগ-যুবলীগকে নামিয়েছে সরকার : রিজভী

নিজস্ব প্রতিবেদক

সমাবেশ ঠেকাতে ছাত্রলীগ-যুবলীগকে নামিয়েছে সরকার : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিএনপির সমাবেশ ঠেকাতে সরকার ছাত্রলীগ, যুবলীগকে নামিয়ে দিয়েছে। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল সমাবেশের আয়োজন করা হয়। রিজভী বলেন, সমাবেশে যেন লোকজন না হয় তাই বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষের ওপর আঘাত করা হচ্ছে। তারপরও মানুষ হেঁটে, নদী সাঁতরে, সাইকেল নিয়ে চিঁড়া-মুড়ি বেঁধে নছিমন-করিমন-ভটভটিতে করে সমাবেশে যাচ্ছে।

বাস বন্ধ করে যানবাহন বন্ধ করেও বিএনপির জনসভায় জনস্র্রোত ঠেকানো যাচ্ছে না।

 তিনি বলেন, অন্যায় ও ষড়যন্ত্রমূলকভাবে আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের নামে গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয়েছে।

তারেক রহমানের সহধর্মিণী যার রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই তার নামেও মিথ্যা ও চক্রান্তমূলক মামলা দেওয়া হয়েছে।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদের পরিচালনায় সমাবেশে মহিলা দলের হেলেন জেরিন খান, নায়াবা ইউসুফ, শাহিনুর নার্গিস, মিসেস শামীমা রাহিমসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর