শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৪০

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে একজনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ১৪০ জনের দেহে। সুস্থ হয়ে উঠেছেন ৩১৬ জন করোনা রোগী। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৩.১০ শতাংশ। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংক্রমণ শনাক্তে এক দিনে ৪ হাজার ৫১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আগের দিনের চেয়ে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ও সংখ্যা কিছুটা কমেছে। আগের দিন শনাক্ত হয়েছিল ১৮৩ জন করোনা রোগী। শনাক্তের হার ছিল ৪.৮১ শতাংশ। এক দিনে মৃত ব্যক্তিটি ছিলেন নারী। তিনি সিলেটের বাসিন্দা।

বয়সে ছিল ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল পর্যন্ত দেশে মোট ২০ লাখ ৩৫ হাজার ৬৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪২৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৮১ হাজার ৬৭৩ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর