শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

১৭ বছর পর রংপুর জেলা যুবলীগের সম্মেলন কাল

নিজস্ব প্রতিবেদক, রংপুর

১৯৯৫ সালে গঠন করা হয়েছিল রংপুর জেলা যুবলীগের কমিটি। এর দীর্ঘ ২৭ বছর পর আবারও আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে রংপুর জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে সভাপতি-সম্পাদক পদপ্রত্যাশী যুবলীগ নেতারা ঘুম হারাম করে দিয়ে লবিং তদবিরে ব্যস্ত রয়েছেন। রংপুর জিলা স্কুল মাঠে সম্মেলন উপলক্ষে নৌকার আদলে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। এদিকে গতকাল বিকালে সম্মেলন প্রস্তুতি কমিটি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।  মতবিনিময়ে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক, কেন্দ্রীয়  যুগ্ম সম্পাদক মতিউর রহমান বাদশা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় নেতারা বলেন, সম্মেলন সুষ্ঠুভাবে করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নেতা-কর্মীদের সুশৃঙ্খল থাকতে বলা হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না। দল ও দেশের জন্য যারা নিবেদিত সম্মেলনে তারাই নির্বাচিত হবেন। 

দলীয় সূত্রে জানা গেছে, কমিটিতে স্থান পেতে ইতোমধ্যে সভাপতি পদে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন সাবেক ছাত্রনেতা ওয়াসিমুল বারী শিমু, লক্ষিণ চন্দ্র দাস, মাসুদ রানা বিপ্লব, জাহেদুল ইসলাম বাবু, মিজানুর রহমান মায়া, মামুনুর রশীদ মামুনসহ ২৩ জন। সাধারণ সম্পাদক পদে জীবনবৃত্তান্ত দিয়েছেন কামরুজ্জামান শাহীন, রফিকুল ইসলাম, আশিক সোহেল, আতিক বাবু, মেহেদী হাসান রনি, সানোয়ার হোসেন রাবী, শেখ মাহবুব নাসির টুটুলসহ ১৮ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর