শনিবার, ৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

আইন-আদালত, প্রশাসন সবই এখন গণভবনে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত, প্রশাসন সবই এখন গণভবনে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আবারও স্পষ্ট হলো যে, দেশের আইন-আদালত, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট আর প্রশাসন- সবই এখন গণভবনে। গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। তিনি বলেন, সরকার বুঝে গেছে এবার তাদের আর রেহাই নেই। গুম, খুন, মামলা-হামলা, লুটপাট, টাকা পাচার আর মহাদুর্নীতির কালযাত্রার যবনিকাপাত ঘটতে চলেছে। পতন তাদের অনিবার্য। পতনের সময়ও ঘনিয়ে এসেছে। জীবন ধারণের সব অবলম্বন হারিয়ে দেশের সর্বহারা মানুষ চাল, ডাল, চিড়া, মুড়ি, হাঁড়ি-পাতিল, কাপড়, পোটলা নিয়ে সরকারের পতন ঘটানোর দৃঢ় অঙ্গীকারে পথে নেমেছে।

এগিয়ে আসছে বিএনপির সমাবেশস্থলের দিকে। তিনি বলেন, কোনো ভয় দেখিয়ে আর আন্দোলন বন্ধ করতে পারবেন না। মানুষ ঘর ছেড়েছে, তারা সরকারের পতন ঘটিয়ে তবেই ঘরে ফিরবে। শহীদের রক্তের শপথ নিয়ে জাতীয়তাবাদী শক্তি এবার সরকারের পতন ঘটাবে।

সর্বশেষ খবর