স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, বিএনপি-জামায়াত জোট দেশকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল। সেখানে আওয়ামী লীগ আজ দেশকে উন্নয়নশীল একটি দেশে পরিণত করেছে। গতকাল কুমিল্লার লাকসাম সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত লাকসাম উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, বিএনপি এখন আবার ক্ষমতা ছিনিয়ে নিতে চায়। ছিনতাই করে ক্ষমতায় যেতে চায়। কিন্তু আওয়ামী লীগ জনগণের রায় নিয়ে ক্ষমতায় থাকতে চায়। দেশের জনগণ ছিনতাইকারীদের ক্ষমতা দেবে না। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী ইছহাক মিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর প্রমুখ।
কুমিল্লা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন ও কুমিল্লা জেলা পরিষদ সদস্য মেজর (অব.) হাবিবুর রহমান মজুমদার।
সম্মেলনে অ্যাডভোকেট মো. ইউনুছ ভুঁইয়াকে সভাপতি, মহব্বত আলীকে সাধারণ সম্পাদক করে লাকসাম উপজেলা আওয়ামী লীগ এবং তাবারক উল্লাহ কায়েসকে সভাপতি ও অ্যাডভোকেট রফিকুল ইসলাম হীরাকে সাধারণ সম্পাদক করে লাকসাম পৌরসভা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, লাকসাম পৌর মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, ওমর ফারুকসহ উপজেলার ১০টি সাংগঠনিক ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতা-কর্মী, আমন্ত্রিত অতিথি, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।