রবিবার, ১৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বিমানের সিটে সাড়ে ৬ কেজি সোনা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের বিজনেস ক্লাসের সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ কোটি ৪৮ লাখ টাকা মূল্যের ৬ কেজি ৫২৪ গ্রাম ওজনের ৫৬টি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। গতকাল সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোনার চালানটি জব্দ করা হয়। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তাসলিম আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় সোনার বারগুলো জব্দ করা হয়। উদ্ধার হওয়া সোনার বারের ওজন ৬ কেজি ৫২৪ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৪৮ লাখ টাকা। সোনার বার উদ্ধারের ঘটনায় পতেঙ্গা থানায় মামলা করা হয়েছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম পরিচালক সাইফুর রহমান বলেন, গতকাল সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৪৮ দুবাই থেকে শাহ আমানতে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিজনেস ক্লাসের একটি সিটে কালো টেপ মোড়ানো অবস্থায় ৫৬ পিস সোনার বার জব্দ করা হয়।

সর্বশেষ খবর