সোমবার, ১৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

তিন সিটিতে ট্রেড লাইসেন্স দেবে বিডা, সব সেবা অনলাইনে

নিজস্ব প্রতিবেদক

এখন থেকে ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশনের ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স সেবা দেবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। বিডার পোর্টালে যুক্ত বিভিন্ন দফতরের বিনিয়োগ ও ব্যবসা-সংক্রান্ত সেবা প্রদান কার্যক্রম একস্থান থেকে নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিডার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর নিবন্ধকের কার্যালয়ের নিবন্ধিত কোম্পানির পরিচালকদের তালিকা সংশোধন, অনুমোদিত মূলধন বৃদ্ধি, পরিশোধিত মূলধন বৃদ্ধি, রিটার্ন দাখিল, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স, ট্যাক্স রিটার্ন দাখিল সেবাও নিশ্চিত করা হবে বিডার ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল থেকে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে যুক্ত সেবাগুলো উল্লিখিত প্রতিষ্ঠানের নিজস্ব অনলাইন ব্যবস্থার মাধ্যমে দেওয়া বন্ধ করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। সম্প্রতি বিডার ওয়ান স্টপ সার্ভিস অ্যান্ড রেগুলেটরি রিফর্ম অধিশাখার সভায় এই সিদ্ধান্ত হয়। এ বিষয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিডার এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। অনলাইনে সেবা পাওয়া গেলে দুর্নীতি কমবে। ব্যবসায়ীরা ঝামেলাহীনভাবে ট্রেড লাইসেন্সসহ অন্যান্য সেবা নিতে পারবে।  দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহজে সাশ্রয়ী খরচে, ঝামেলাহীনভাবে দ্রুততম সময়ে এক জায়গা থেকে সেবা প্রদানের লক্ষ্যে ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল চালু করে বিডা। বর্তমানে বিডাসহ ১৯টি সংস্থার ৫৮টি সেবা বিডার ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে প্রদান করা হচ্ছে। আরও ৫০টির অধিক সংস্থার ১৫০টিরও বেশি সেবা বিডার পোর্টালের মাধ্যমে প্রদানের কাজ চলমান রয়েছে। বিডা ব্যতীত ১৮ সংস্থার ৪০টি সেবা ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত রয়েছে। কিন্তু বিনিয়োগকারীরা এসব সেবা বিডার মাধ্যমে গ্রহণ না করে ওই ১৮টি সংস্থার অনলাইন পোর্টাল থেকে বা সশরীরে উপস্থিত হয়ে সেবা গ্রহণ করছেন।

সর্বশেষ খবর