মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ইবিতে ৭২ ভাগ আসনই ফাঁকা

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে প্রথম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। এবার প্রথম মেধাতালিকা থেকে ১ হাজার ৯৯০ জনের মধ্যে মাত্র ৫৫৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এখনো মোট আসনের ৭২ শতাংশ অর্থাৎ ১ হাজার ৪৪৩টি ফাঁকা রয়েছে। গতকাল বিষয়টি ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির প্রধান প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। আইসিটি সেল সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর ভর্তি কার্যক্রম শুরু হয়ে চলে ১২ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত। এ সময়ের মধ্যে ‘এ’ ইউনিটে ৫৫০ আসনের বিপরীতে ২২৬ জন, ‘বি’ ইউনিটে ৯৯০ আসনের বিপরীতে ১৮৬ জন এবং ‘সি’ ইউনিটে ৪৫০ আসনের বিপরীতে ১৪২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি হয়েছেন। দ্বিতীয় মেধাতালিকা আগামী ১৫ তারিখের মধ্যে প্রকাশ করা হতে পারে। প্রথম মেধাতালিকায় ১ হাজার ৯৯০টি আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়ে ৪২ হাজার ৪২৯টি। এ বছর ‘এ’ ইউনিটে ২৪ হাজার ৩৪৩টি, ‘বি’ ইউনিটে ১২ হাজার ৮৭০টি ও ‘সি’ ইউনিটে ৫ হাজার ২১৬টি আবেদন পড়ে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর