মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

২০৩০ সালে ১০০ বিলিয়ন ডলার টার্গেট রপ্তানির

আইসিসিবিতে চলছে পোশাক প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেছেন, ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার পোশাক রফতানি করা হবে। আমরা সেই লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা আমদানির চেয়ে অনেক বেশি ডলারের রপ্তানি করি। ডলারের সংকট হবে না। গতকাল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা  অ্যাপারেল এক্সপো উদ্বোধনকালে বিজিএমইএ সভাপতি এসব কথা বলেন। ফারুক হাসান বলেন, ‘বৈশ্বিক সংকটের কারণে আমাদের এখানেও সমস্যা আছে। সেটি নিয়েও আমরা কাজ করছি। সরকারের ওপর নির্ভরশীল না হয়ে নিজেরাও যেন কাজ করে যেতে পারি, সে চেষ্টা অব্যাহত আছে।’ বায়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের এখন নতুন ক্রেতা ও বায়ার আসছেন। মধ্যপ্রাচ্য থেকেও অনেক বায়ার এসেছেন। শুধু ইরান থেকে ৪৩ জন এসেছেন, যা আমাদের জন্য অনেক ইতিবাচক।’ তিনি আরও বলেন, ‘আমাদের টেকনিক্যাল ওয়ার্কশপ আছে। আমাদের গ্লোবাল পার্টনাররা মেশিনারি সাপোর্ট থেকে শুরু করে আরও অনেক কার্যক্রম পরিচালনা করছেন। আশা করি, বিশ্বে আমাদের অবস্থান ধরে রাখতে পারব।’ বিজিএমইএ-এর ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে ফারুক হাসান বলেন, ‘আমরা ভবিষ্যৎকে যেভাবে দেখি, সেভাবেই পরিকল্পনা করছি। এ সময়ে আমাদের কী নেই, আমরা তার থেকে কী করব, সেটি নিয়ে রোডম্যাপ করছি এবং কাজ করছি।’

বিশ্ববাসীর কাছে বাংলাদেশের পোশাক শিল্পকে তুলে ধরতে সপ্তাহব্যাপী ‘মেইড ইন বাংলাদেশ উইক-২০২২’-এর আয়োজন করেছে বিজিএমইএ।

১২ নভেম্বর থেকে শুরু হওয়া এ আয়োজন ১৬ নভেম্বর পর্যন্ত চলবে। এ মেগা ইভেন্টে অংশ নিতে পোশাক খাতের বিদেশি ৫৫০টি ব্র্যান্ড ও ক্রেতা প্রতিনিধিরা ঢাকায় এসেছেন।

সর্বশেষ খবর