মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

আজ থেকে বাম জোটের দেশব্যাপী বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

আজ থেকে বাম গণতান্ত্রিক জোটের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি শুরু হচ্ছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে। নিত্যপণ্যের দাম কমানো, সারা দেশে রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু, পাচারের টাকা ফেরত ও ঋণখেলাপিদের কাছে থেকে টাকা উদ্ধার এবং সরকারের পদত্যাগ ও সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে পদযাত্রা, সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বিকাল সাড়ে ৩টায় রাজধানী ঢাকার পুরানা পল্টন মোড়ে বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি আহ্বান করা হয়েছে। কর্মসূচিতে বাম জোটের কেন্দ্রীয় ও নগরের নেতারা বক্তব্য রাখবেন।

সর্বশেষ খবর