শিরোনাম
রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

৫ লাখ মানুষ জমায়েত হলে বিএনপির জনসভা ভন্ডুল হবে : মির্জা আজম

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, ৯ ডিসেম্বর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের জনসভায় ৫ লাখ মানুষের জমায়েত ঘটাতে পারলে পরের দিন বিএনপির জনসভা ভন্ডুল হয়ে যাবে। গতকাল গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্য, অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের’ প্রতিবাদে আগামী ৯ ডিসেম্বর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ সফল করার লক্ষ্যে বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। মির্জা আজম বলেন, বিএনপি-জামায়াতের নেতারা বক্তৃতা দিচ্ছে আগামী ১০ ডিসেম্বর নাকি খালেদা জিয়ার নেতৃত্বে দেশ চলবে। তারা আমাদের অস্তিত্ব নিয়ে টান দিয়েছে। এ ব্যাপারে আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ। ইতোমধ্যে সমাবেশের জন্য সরকার অনুমতি দিয়েছে।

 কিন্তু সরকারের সিদ্ধান্তে বিএনপি রাজি না। কারণ তারা জোর করে নয়াপল্টনে সমাবেশ করতে চায়। তাদের উদ্দেশ্য ভালো মনে হচ্ছে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, নয়াপল্টনে বিএনপিকে কোনো সমাবেশ করতে দেওয়া হবে না।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় বর্ধিত সভায় আরও বক্তৃতা করেন- নূরুল আমিন রুহুল এমপি, ডা. দিলীপ কুমার রায়, শহীদ সেরনিয়াবাত, হেদায়েতুল ইসলাম স্বপন, মোর্শেদ কামাল, মিরাজ হোসেন, মহীউদ্দীন মহি, গোলাম আশরাফ তালুকদার, আখতার হোসেন, গোলাম সারোয়ার কবির, সাইফুন্নবী সাগর, রিয়াজ উদ্দিন রিয়াজ, আবদুল মতিন ভূইয়া, শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর