সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

বিএনপির ২০৬ নেতা-কর্মীর আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক

ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে চার জেলায় করা মামলায় বিএনপির ২০৬ জন স্থানীয় নেতা-কর্মীকে আগাম জামিন দিয়েছেন হাই কোর্ট। পৃথক জামিন আবেদনের শুনানি নিয়ে গতকাল বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ তাদের চার সপ্তাহের জামিন দেন। আইনজীবীদের তথ্য অনুযায়ী, বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ সামনে রেখে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা, পুলিশের কাজে বাধা, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগে মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুরের টঙ্গী থানায় করা পৃথক মামলায় আগাম জামিনের জন্য নেতা-কর্মীরা গতকাল আদালতে হাজির হন। আদালতে জামিন আবেদনকারী নেতা-কর্মীদের পক্ষে শুনানি করেন আইনজীবী কায়সার কামাল। নেতা-কর্মীদের পক্ষে আইনজীবী শফিউল আলম, কামাল হোসেন, মাকসুদ উল্লাহ ও সালেহ আকরাম প্রমুখ শুনানিতে ছিলেন।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর