বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

সমুদ্রসম্পদ রক্ষায় পরিকল্পিত সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ

কক্সবাজারে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ উদ্বোধন

বিশেষ প্রতিনিধি

সমুদ্রসম্পদ রক্ষায় পরিকল্পিত সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ নৌবাহিনীসহ আগত বন্ধুপ্রতিম দেশগুলোর নৌবাহিনীর জাহাজ, উড়োজাহাজ, হেলিকপ্টার এবং বিশেষায়িত বোটের অংশগ্রহণে মনোজ্ঞ ফ্লিট রিভিউ -আইএসপিআর

দেশের সমুদ্রসম্পদ রক্ষায় পরিকল্পিত সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ জানান দিতে গতকাল কক্সবাজারের ইনানীতে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ (আইএফআর)-২০২২-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে মঙ্গলবার বাংলাদেশসহ বিশ্বের ২৮ দেশের নৌবাহিনী ও মেরিটাইম সংস্থার অংশগ্রহণে চার দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লিট রিভিউ (আইএফআর)-২০২২ শুরু হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী আইএফআরের আয়োজন করেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, সৌদি আরব, ভারত, চীন, কোরিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, নেদারল্যান্ডস, স্বাগতিক বাংলাদেশসহ অনেক দেশের অংশগ্রহণে এটি হচ্ছে দেশের প্রথম আইএফআর; যা আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বের বিভিন্ন নৌবাহিনীর সক্ষমতা, নৌ-কূটনীতি, সদিচ্ছা ও সহযোগিতা প্রদর্শনের একটি আদর্শ প্ল্যাটফরম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল। উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, একাধিক সংসদ সদস্য, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নানসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন দেশ থেকে আগত সামরিক কর্মকর্তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর