বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

সাবেক চেয়ারম্যানকে দুদকে জিজ্ঞাসাবাদ

ঢাকা ওয়াসায় নিয়োগ দুর্নীতি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ওয়াসা বোর্ডের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা পৌনে ১টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করে। এর আগে মঙ্গলবার একই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক কাউন্সিলর আলেয়া সারোয়ার ডেইজি ও দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টসের ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মাহমুদ হোসেনকে। 

দুদক সূত্র জানায়, অর্গানোগ্রাম-বহির্ভূতভাবে লোক নিয়োগের বিষয়ে ওয়াসা বোর্ডের এই দুই সদস্য এবং সাবেক চেয়ারম্যানকে দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়। সাবেক কাউন্সিলর আলেয়া সারোয়ার ডেইজি সংরক্ষিত ১২ আসনের কাউন্সিলর ছিলেন। ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। এর আগে একই অভিযোগে ঢাকা ওয়াসার বিভিন্ন পর্যায়ের ডজনখানেক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর