বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

রাস্তায় পাওয়া গেল এইচএসসির খাতা!

নিজস্ব প্রতিবেদক

চলমান এইচএসসি পরীক্ষার ৫০টি উত্তরপত্র পাওয়া গেছে মিরপুরের রাস্তায়। এক ব্যক্তি এই উত্তরপত্রগুলো পাওয়ার পর রাজধানীর কাফরুল থানায় বুঝিয়ে দেন। পরে কাফরুল থানার পুলিশ কর্মকর্তার মাধ্যমে এসব হস্তান্তর করা হয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকায়। কাফরুল থানা সূত্র জানায়, বুধবার সকালে মিরপুর-১০ নম্বরের গোল চত্বরে ঢাকা শিক্ষা বোর্ডের ৫০টি খাতা পেয়ে কিছু লোক থানায় নিয়ে যান। পরে সেগুলো পুলিশের হেফাজতে রাখা হয়। খাতাগুলো চলতি বছরের এইচএসসি পরীক্ষার ইংরেজি প্রথমপত্রের। ঢাকা শিক্ষা বোর্ড সূত্র জানায়, খাতাগুলো মূল্যায়নের জন্য মোটরসাইকেল যোগে বাসায় নিয়ে যাচ্ছিলেন রাজধানীর শেখ ফজিলাতুন নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষক মো. ইব্রাহিম হোসাইন।

মোটরসাইকেলের পেছনে খাতাগুলো বাঁধা ছিল। অসতর্কতাবশত খাতাগুলো রাস্তায় পড়ে যায়। ওই শিক্ষককে শিক্ষাবোর্ডে ডাকা হয়েছে। জানা গেছে, একজন ভিক্ষুক খাতাগুলো পেয়ে বিক্রি করতে যাচ্ছিলেন। এ সময় মুরাদ হোসেন নামে এক ব্যক্তির সন্দেহ হলে হাতে নিয়ে দেখেন সেগুলো চলমান এইচএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের লিখিত খাতা। পরে খাতাগুলো কাফরুল থানায় জমা দেন তিনি।

কাফরুল থানার ডিউটি অফিসার হেলেনা পারভীন সাংবাদিকদের বলেন, একজন পথচারী খাতাগুলো রাস্তায় কুড়িয়ে পেয়ে থানায় জমা দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর