ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলেছেন, জনগণের মুক্তির জন্য লড়াই ছাড়া কোনো পথ খোলা নেই। শেষ নিঃশ্বাস পর্যন্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। গতকাল রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে গণঅধিকার পরিষদের মিছিলপরবর্তী সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যকালে তিনি এ কথা বলেন। গণঅধিকার পরিষদের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। পরে মিছিলটি পল্টন মোড় হয়ে কাকরাইল আসার পথে ছাত্রলীগের ধাওয়ায় প- হয়ে যায়। নূর বলেন, জনগণের মুক্তির জন্য লড়াই ব্যতীত আর কোনো পথ খোলা নেই। কাজেই জনগণকে সংগঠিত করে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। যেদিন ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলা যাবে, সেদিন গণতন্ত্র মুক্তি পাবে।