মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, আজ বিদেশি প্রভুদের মদদে যারা দিবাস্বপ্ন দেখছেন তাদের বলছি- বাংলার জনগণ, যারা আমরা পাকবাহিনীকে পরাজিত করে এই ডিসেম্বরে আত্মসমর্পণে বাধ্য করেছিলাম তারা এখনো জীবিত আছি। যারা বিদেশি প্রভুদের ইঙ্গিতে চলছে ঐক্যবদ্ধভাবে তাদের দলের রাজনৈতিক কবর এ বাংলার মাটিতে হবেই হবে। গতকাল সন্ধ্যায় আন্তর্জাতিক মানবাধিকার দিবসে কুমিল্লা টাউন হল মাঠে ‘মায়ের কান্না’ নামক সংগঠন আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। এশিয়াটিক সোসাইটির সভাপতি ও মায়ের কান্নার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. খন্দকার বজলুল হক এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি ছিলেন নাহিদ এজাহার খান এমপি, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ বীররিক্রম প্রমুখ।