শিরোনাম
মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

প্রণোদনা চান ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক

প্রণোদনা চান ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র ব্যবসায়ীরা। ঋণ খেলাপিদের সুবিধা দেওয়ার পাশাপাশি এসব ব্যবসায়ীকে প্রণোদনা দেওয়ার আবেদন জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে লিখিত আবেদন জানিয়েছেন সংগঠনটির সভাপতি মো. হেলাল উদ্দিন।

লিখিত আবেদনে তিনি বলেন, ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র ব্যবসায়ীরা করোনার কঠিন সময় কাটিয়ে ওঠার পর শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মহাসংকটেও আয়-ব্যয়ের দিকে লক্ষ্য না রেখে নিয়মিত ব্যাংকের ঋণ পরিশোধ করে আসছেন। অথচ তাদের কখনই কোনো সুযোগ-সুবিধার আওতায় আনা হচ্ছে না। হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশ ব্যাংক এখন থেকে মেয়াদি ঋণের কিস্তির অর্ধেক টাকা বা ৫০ শতাংশ পরিশোধ করলেই ঋণ খেলাপি হবেন না সিদ্ধান্ত নিয়েছে। যা আগে ৭৫ শতাংশ ছিল।

 কেন্দ্রীয় ব্যাংক ঋণ খেলাপিদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিলেও ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনো সুযোগ দিচ্ছে না। বরং আয়কর ও ভ্যাটসহ সব ক্ষেত্রে তাদের হয়রানি করা হচ্ছে। তাই ঋণ খেলাপিদের পাশাপাশি এসব ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের নগদ প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছে দোকান মালিক সমিতি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর