মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

আমন সংগ্রহ কার্যক্রম সফল করতে ১৭ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

চলতি মৌসুমে সরকারিভাবে চাল সংগ্রহের ক্ষেত্রে ১৫ ডিসেম্বরের মধ্যে মিলারদের সঙ্গে চুক্তি সম্পন্ন করতে সময় বেঁধে দিয়েছিল খাদ্য মন্ত্রণালয়। এ ছাড়া আমন সংগ্রহ কার্যক্রম সফল করতে কয়েকটি নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করা হয়। পরিপত্রে বলা হয়, অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২২-২৩ মৌসুমে এরই মধ্যে ৩ লাখ টন ধান ও ৫ লাখ টন সেদ্ধ চালের উপজেলাওয়ারি বিভাজন মাঠপর্যায়ে পাঠানো হয়েছে। আমন সংগ্রহ ২০২২-২৩ মৌসুমে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম সফল করার জন্য ১৭টি নির্দেশনা দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে- ধান সংগ্রহের ক্ষেত্রে অবিলম্বে বিভাগীয়, জেলা ও উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা সম্পন্ন করতে হবে। কৃষকের অ্যাপের বাইরে উপজেলায় লটারি করে ধান সংগ্রহ দ্রুত শুরু ও শেষ করতে হবে। কৃষকের অ্যাপভুক্ত উপজেলায় রেজিস্ট্রেশন দ্রুত সম্পন্ন করে সিস্টেমে লটারি করে কৃষক নির্বাচনপূর্বক দ্রুত ধান সংগ্রহ করতে হবে।

 ধান সংগ্রহের বার্তাটি মাইকিং, লিফলেট বিতরণ, স্থানীয় ক্যাবল টিভি প্রদর্শনের মাধ্যমে বহুল প্রচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। চুক্তিযোগ্য যেসব মিল মালিক নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি সম্পাদন করবেন না অথবা চুক্তি সম্পাদন করে কোনো চাল সরবরাহ করবেন না- এমন মিল মালিকদের বিরুদ্ধে ‘অত্যাবশ্যকীয় খাদ্যশস্য সংগ্রহ, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ আদেশ, ২০২২’ এবং ‘অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ নীতিমালা, ২০১৭’-এর আওতায় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর