শিরোনাম
বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মালি শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন বিমান বাহিনীর ১১০ সদস্য

নিজস্ব প্রতিবেদক

মালি শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন বিমান বাহিনীর ১১০ সদস্য

বাংলাদেশ বিমান বাহিনীর ১১০ সদস্যের একটি কন্টিনজেন্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালিতে প্রতিস্থাপিত হতে যাচ্ছেন। এরই পরিপ্রেক্ষিতে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান গতকাল ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দফতরে মালিগামী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। আইএসপিআর জানায়, এ সময় তিনি শান্তিরক্ষা মিশনে তাদের শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান। পরে তিনি মিশনের সাফল্য কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। উল্লেখ্য, মালি শান্তিরক্ষা মিশনে বিমান বাহিনীর একটি কন্টিনজেন্টে (এয়ারফিল্ড সার্ভিসেস অ্যান্ড ম্যানেজমেন্ট ইউনিট) ১১০ জন বিমান বাহিনীর সদস্য নিয়োজিত আছেন। সেখানে ইতোমধ্যে বিভিন্ন এয়ারফিল্ড এবং গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট স্থাপন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর