শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

সব আসনেই প্রার্থীর ছড়াছড়ি ঘুরে দাঁড়াতে চায় বিএনপি

কাজী শাহেদ, রাজশাহী

সব আসনেই প্রার্থীর ছড়াছড়ি ঘুরে দাঁড়াতে চায় বিএনপি

রাজশাহী সিটি করপোরেশন ও জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জয় পেয়েছে আওয়ামী লীগ। তবে ঐক্যবদ্ধ হতে পারেননি দলটির নেতারা। আগামী নির্বাচনে তাই প্রত্যেকটি আসনে একাধিক নেতা দলের মনোনয়ন চান। আর আগামী নির্বাচনের মাধ্যমে ঘুরে দাঁড়াতে চায় বিএনপি। নির্বাচনের প্রস্তুতি না থাকলেও দলের একাধিক নেতা প্রার্থী হতে ভিতরে ভিতরে প্রস্তুতি নিয়ে রেখেছেন।

রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের তিনবারের এমপি ওমর ফারুক চৌধুরী আগামী নির্বাচনেও প্রার্থী হতে চান। তবে এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের স্ত্রী ডালিয়া আকতার ও চিত্রনায়িকা মাহিয়া মাহী। এ আসনটিতে বিএনপির মনোনয়নে এমপি ও মন্ত্রী হয়েছিলেন ব্যারিস্টার আমিনুল হক। তিনি প্রয়াত হওয়ায় এ আসনটিতে মনোয়ন চান তার ভাই মেজর জেনারেল (অব.) শরীফ খান, ব্যবসায়ী সুলতানুল ইসলাম তারেক। এ ছাড়া নির্বাচন করতে পারেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। 

রাজশাহী-২ আসনটি আওয়ামী লীগ ১৪ দলের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টিকে ছেড়ে দিয়েছে। এখানে এবারও মনোনয়ন চান ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। দল চাইলে আওয়ামী লীগের হয়ে প্রার্থী হতে চান প্রেসিডিয়াম সদস্য ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। এ আসনটিতে বিএনপির প্রার্থী হতে চান দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এ ছাড়া প্রার্থী হতে চান যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রাজশাহী-৩ আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি আয়েন উদ্দিন ছাড়াও প্রার্থী হতে চান জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী লীগের সদস্য আনিকা ফারিহা জামান অর্ণা। বিএনপির প্রার্থী হতে চান কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শফিকুল হক মিলন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু ও সাবেক প্রতিমন্ত্রী কবীর হোসেনের ছেলে নাসির হোসেন অস্থির। জাতীয় পার্টির প্রার্থী হতে চান আমেরিকা প্রবাসী শাহাবুদ্দিন বাচ্চু।

রাজশাহী-৪ আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি এনামুল হক ছাড়াও মনোনয়নপ্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু ও তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ। বিএনপির মনোনয়ন চান সাবেক এমপি আবদুল গফুর, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুরুল ইসলাম বাবু, আমেরিকা প্রবাসী দেওয়ান শামীম ও সাবেক যুবদল নেতা কামাল হোসেন। জাতীয় পার্টির প্রার্থী হতে চান আবু তালেব প্রামাণিক।

রাজশাহী-৫ আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি ডা. মনসুর রহমানের পাশাপাশি মনোনয়নপ্রত্যাশী সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা। বিএনপির মনোনয়ন চান সাবেক এমপি নাদিম মোস্তফা, বিএনপি নেতা নজরুল ইসলাম। জাতীয় পার্টির প্রার্থী হতে পারেন সাবেক এমপি আবুল হোসেন। 

রাজশাহী-৬ আসনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ছাড়াও মনোনয়ন চান সাবেক এমপি রায়হানুল হক, বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাস আলী, বাঘা উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক লায়েব উদ্দিন লাবলু। বিএনপির মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, সাবেক যুবদল নেতা আনোয়ার হোসেন উজ্জ্বল, নুরুজ্জামান মানিক ও বজলুর রহমান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর