শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

হামলা-মামলার পথ বেছে নিয়েছে সরকার : প্রগতিশীল জাতীয়তাবাদী দল

নিজস্ব প্রতিবেদক

প্রগতিশীল জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন বলেছেন, ভোটাধিকার হরণ করে জনবিচ্ছিন্ন হয়ে হামলা-মামলার পথ বেছে নিয়েছে সরকার। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। অথচ দুর্নীতিবাজ মজুদদার সিন্ডিকেট ধরাছোঁয়ার বাইরে। দেশে যেন লুটপাটের মহোৎসব চলছে। গতকাল রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি। ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। লিটন বলেন, মনে রাখতে হবে দেশের মালিক জনগণ।

আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব আহমেদুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. সাইফুল্লাহ, যুগ্ম মহাসচিব টি এম কামরুল হাসান হৃদয়, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, দফতর সম্পাদক হাজী মো. নুরুন্নবী প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর