মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
চট্টগ্রামে গাউসুল আজম সম্মেলন

শান্তিময় বিশ্ব গড়তে মহানবীর (সা.) আদর্শ ধারণের ডাক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শান্তিময় বিশ্ব গড়তে মহানবীর (সা.) আদর্শ ধারণের ডাক

চট্টগ্রামে গতকাল মুনিরীয়া যুব তাবলিগের গাউসুল আজম সম্মেলন অনুষ্ঠিত হয় -বাংলাদেশ প্রতিদিন

কাগতিয়ার গাউসুল আজম মাদ্দাজিল্লাহুল আলী শান্তিময় বিশ্ব গড়তে মহানবী (সা.)-এর আদর্শ মানবিকতা, সহমর্মিতা ও ভালোবাসা ধারণের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল চট্টগ্রাম জমিয়তুল ফালাহ্্ জাতীয় মসজিদ ময়দানে গাউসুল আজম সম্মেলনে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। অধ্যাপক ড. আবুল মনসুরের সভাপতিত্বে এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. জালাল আহমদ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মুহাম্মদ নুর খান, ফটিকছড়ি নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা মুছলেহ উদ্দীন আহমদ মাদানী প্রমুখ। প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ ফোরকান মিয়া। সম্মেলনে আগত লক্ষাধিক মানুষের উদ্দেশে মোর্শেদে আজম বলেন, হযরত গাউসুল আজম (রা.) যে বৈপ্লবিক দর্শন ছড়িয়েছেন তা সর্বকালের মানুষের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয়। প্রজন্মের চিন্তাধারা বদলে দেওয়া এ দর্শনে রয়েছে নবীপ্রেমে অশ্রু ঝরানোর শিক্ষা, তাহাজ্জুদের জায়নামাজে অনুতপ্ত হওয়ার তালিম। সম্মেলনে দেশ ও জাতির উন্নয়ন ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর