বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বগুড়ায় মায়ের পরকীয়ায় পুত্র তাহসিন খুন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় মায়ের পরকীয়া প্রেমিকের হাতে মো. তাহসিন হোসেন (১০) নামে এক স্কুলছাত্র খুন হয়েছে। গতকাল দুপুর সোয়া ২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তাহসিনকে মারধরের ঘটনা ঘটে। তাহসিন বগুড়া শহরের গোদরপাড়া পশ্চিমপাড়া এলাকার আবদুল কুদ্দুসের ছেলে ও স্থানীয় ব্রাইট স্টার কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র। নিহত তাহসিনের বাবা আবদুল কুদ্দুস জানান, প্রায় এক যুগ আগে দুপচাঁচিয়ার তাসলিমা বেগমকে বিয়ে করেন। তাদের তাহসিনসহ তিন সন্তান রয়েছে। প্রায় বছরতিনেক আগে প্রতিবেশী দাদন ব্যবসায়ী আমিনুরের সঙ্গে তার স্ত্রীর পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে সালিশ বসিয়েও ব্যাপারটি মীমাংসা করা যায়নি।

একপর্যায়ে কুদ্দুস তার স্ত্রী তাসলিমাকে তালাক দেন। এরপর থেকে তিন সন্তানকে নিয়ে কুদ্দুস নিজ বাড়িতে ও তাসলিমা তার বাবার বাড়িতে থাকতেন। মঙ্গলবার সকালে তাসলিমা তার সন্তানদের দেখতে গোদারপাড়ায় কুদ্দুসের বাড়িতে আসেন। কুদ্দুসের মা কুলসুম বেগম বাড়ি থেকে তাসলিমাকে বের করে দেন। এ সময় আমিনুর ও তার স্ত্রী শোভা তাসলিমাকে দেখতে পেয়ে গালিগালাজ করেন। একপর্যায়ে তারা স্বামী-স্ত্রী মিলে কুদ্দুসের মা কুলসুমকে মারধর করেন। কুদ্দুস তার মাকে উদ্ধার করতে গেলে আমিনুর ও শোভা তার আত্মীয়স্বজনদের ডাক দেন। প্রায় আট থেকে ১০ জন মিলে আমিনুর ও শোভার পক্ষ নিয়ে কুদ্দুস ও তার মা কুলসুমকে মারধর করতে থাকেন। এরমধ্যে কুদ্দুসের মেজ ছেলে তাহসিন সেখানে এলে আমিনুর বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। আহত অবস্থায় তাহসিনকে উদ্ধার করে তার বাবা কুদ্দুস বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে (শজিমেক) ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম জানান, হত্যার ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুর রশিদ জানান, তাহসিন হত্যার ঘটনা তদন্ত প্রক্রিয়ায়। তদন্ত শেষে খুনের আসল কারণ জানা যাবে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর