মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

টঙ্গী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজন শুরু

আফজাল, টঙ্গী

রাজধানীর সন্নিকটে টঙ্গীর কহর দরিয়াখ্যাত তুরাগ নদের তীরে চলছে দ্বিতীয় পর্বের আয়োজন। আগামী শুরুবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। ২২ জানুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার উভয় পর্ব। দ্বিতীয় পর্বের আয়োজন কেন্দ্র করে সিটি করপোরেশনসহ অন্যান্য দফতরের লোকজন ময়দানে কাজ করছেন। আজ মঙ্গলবার সকালে পুলিশের উপস্থিতিতে যোবায়ের অনুসারীরা মাঠ হস্তান্তর করবেন সা’দ অনুসারীদের কাছে। আনুষ্ঠানিকভাবে মাঠ বুুঝে পাওয়ার পর তারা ময়দানে প্রবেশ করবেন। এরপর নিজেদের মতো ঢেলে সাজাবেন বলে জানিয়েছেন সা’দ অনুসারীরা। ইজতেমা ময়দান আয়োজক কমিটির সদস্য হাজী মনির বলেন, আজ সকালে আনুষ্ঠানিকভাবে আমাদের মাঠ বুঝিয়ে দেবেন। এরপর আমরা ময়দানে প্রবেশ করে আমাদের কাজ পুরোদমে শুরু করব। তবে ইনশা আল্লাহ শুক্রবারের আগেই ময়দান প্রস্তুত হবে।

গাজীপুর সিটি মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণ বলেন, দ্বিতীয় পর্বের আয়োজন উপলক্ষে আগত মুসল্লিদের যাতায়াত, থাকা-খাওয়া, পানি ও যাবতীয় বিষয়ে সুশৃঙ্খল রাখতে গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ময়দানে ময়লা-আর্বজনা পরিষ্কারে পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করছেন।

গাজীপুর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, দ্বিতীয় পর্বের আয়োজনেও কঠোর নিরাপত্তা বলয়ে থাকবে ইজতেমা ময়দান। প্রথম পর্বের মতো ময়দানের চারপাশে ওয়াচ টাওয়ার ও সিসি ক্যামেরা রয়েছে। আগত মুসল্লিদের সেবায় পোশাক ও সাদা পোশাকসহ বিভিন্ন বেশে সেবা প্রদান করবেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর