মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

শেকৃবিতে চার মাসে সেমিস্টার সম্পন্নের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

শেকৃবি প্রতিনিধি

দ্রুত ক্লাস শেষ এবং পরীক্ষার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ৭৭ ব্যাচের শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেছেন, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার পর ৫ বছরেও তাদের স্নাতক কার্যক্রম শেষ হয়নি।

অবস্থান কর্মসূচিতে ৭৭ ব্যাচের শিক্ষার্থীরা বলেন, মহামারি করোনাসহ নানা কারণে তারা এক বছরের অধিক সময় পিছিয়ে রয়েছেন। তারা লেভেল-৪, সেমিস্টার-১ চারমাসে শেষ হয়েছে। কিন্তু সেমিস্টার-২তে ৬ মাসের কোর্স শিডিউল দিয়েছে ডিন অফিস। এ শিডিউলে সেশনজট আরও বাড়বে। তাদের দাবি, এই সেমিস্টারও চারমাসে শেষ করতে হবে।

এ সময় অবস্থানকারী শিক্ষার্থী জামিউল আলম পরশ, ইমরান ইসলাম, কাবির খন্দকার ও সাঈনুর রহমান হৃদয় বলেন, করোনার মধ্যে প্রশাসন থেকে বলা হয়েছিল সেমিস্টার ৪ মাসের হবে। কিন্তু তারা এ সুবিধা থেকে বঞ্চিত  হচ্ছেন। কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল কান্তি বিশ্বাস সাংবাদিকদের বলেন, আগামীকাল (বুধবার) মিটিং করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর