রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

স্বাধীনতাবিরোধীরা পাঠ্যপুস্তক নিয়ে অপপ্রচারে লিপ্ত : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

স্বাধীনতাবিরোধীরা পাঠ্যপুস্তক নিয়ে অপপ্রচারে লিপ্ত : শিক্ষামন্ত্রী

পাঠ্যপুস্তকে ধর্মবিরোধী কিছু না থাকলেও স্বাধীনতাবিরোধীরা এই পুস্তক নিয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে- উল্লেখ করে শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, যারা অপপ্রচার চালাচ্ছে তারা গণতন্ত্র এবং নারী অধিকারের বিরোধী। এই অপশক্তি কোনোভাবেই সরকারবিরোধী কোনো ইস্যু খুঁজে না পেয়ে নতুন শিক্ষাক্রমের ওপর চড়াও হয়েছে।

গতকাল এশিয়ান উইমেন ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, জনগণকে মনে রাখতে হবে, একটা অপশক্তি আছে- যারা আমাদের দেশের শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং নানা কৌশলে দেশের স্থিতিশীলতাকে বিনষ্ট করতে চায়। তিনি উল্লেখ করেন, অপ্রচারকারীরা বলছে নতুন পাঠ্যবইয়ে ইসলামবিরোধী বিষয় আছে। বলা হচ্ছে ইসলাম ধর্মীয় বিষয় সরিয়ে দিয়ে ভিন্ন ধর্মীয় বিষয় আনা হয়েছে, যা একেবারে অসত্য।

পশ্চিমবঙ্গের প্রথম শ্রেণির বই দেখিয়ে এরা এই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। যে বই দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে তা পশ্চিমবঙ্গেও চালু নেই, সেই বইয়ের ছবি দিয়ে আমাদের দেশে অপপ্রচার চালানো হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর