রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

দেশের দুরবস্থার জন্য আওয়ামী লীগ-বিএনপি দায়ী : চুন্নু

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, দেশের মানুষ ভালো নেই। দুর্নীতি, দুঃশাসন, টাকা পাচার, দলবাজি, টেন্ডারবাজি আর স্বজনপ্রীতির কারণে দেশের মানুষ অস্থির হয়ে পড়েছে। দেশের এমন দুরবস্থার জন্য আওয়ামী লীগ ও বিএনপি দায়ী। ১৯৯০ সালে হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা হস্তান্তরের পর দুটি দল বারবার রাষ্ট্রক্ষমতায় গিয়ে দেশের গণতন্ত্র, সুশাসন আর অধিকার ভূলুণ্ঠিত করেছে। দেশের মানুষ এখন আওয়ামী লীগ ও বিএনপির হাত থেকে মুক্তি চায়। জনগণ আর আওয়ামী লীগ ও বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না। গতকাল জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জাতীয় পার্টির নেতা খলিলুর রহমান খলিলের নেতৃত্বে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মো. মাশরেকুল আজম রবি (লিটন), মো. হাসান মিয়া, প্রকৌশলী শিষ ইবনে আজম এবং ছাত্র নেতা মো. মুসা ইবনে আজম জাতীয় পার্টিতে যোগ দেন। নেতৃবৃন্দকে স্বাগত জানান মুজিবুল হক চুন্নু।

উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর