রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

শিল্পকলায় আলী যাকের নাট্যোৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় আলী যাকের নাট্যোৎসব

নাগরিক নাট্য সম্প্রদায় ও মঙ্গলদীপ ফাউন্ডেশনের যৌথ  আয়োজনে শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ‘আলী যাকের নতুনের উৎসব ২০২৩’ শিরোনামের  সপ্তাহব্যাপী  নাট্যোৎসব। গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এই উৎসবের উদ্বোধন করেন নাট্যজন ফেরদৌসী মজুমদার। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। নাগরিক নাট্য সম্প্রদায়ের সভাপতি আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। স্বাগত বক্তৃতা করেন,  উৎসব আহ্বায়ক সারা যাকের। কে এম খালিদ বলেন, আলী যাকের ছিলেন আমার অন্যতম প্রিয় অভিনেতা। তার প্রাণবন্ত অভিনয় দেখে সবসময় বিমুগ্ধ হতাম। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা মঞ্চনাটকের দলগুলোকে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা প্রদানের চেষ্টা করি। নাগরিক নাট্য সম্প্রদায় এক্ষেত্রে ব্যতিক্রম। তারা কখনো আর্থিক সহযোগিতার আবেদন করেনি। আসাদুজ্জামান নূর বলেন, মঞ্চনাটকের সমৃদ্ধি আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। ১৯৭৩ সালে সর্বপ্রথম বাংলাদেশে দর্শনীর বিনিময়ে যখন নিয়মিত মঞ্চনাটক যাত্রা শুরু করেছিল নাগরিক নাট্য সম্প্রদায়, তখন কিন্তু নাগরিক নিঃসঙ্গ ছিল না। তখন আমরা এক দল অন্য নাট্যদলের হাত ধরে চলেছি। একজন আরেকজনের কাছ থেকে শিখেছি এবং এর মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করেছি। উৎসবে বাংলাদেশের নাট্যাঙ্গনে বিশেষ অবদানের জন্য দেশের বরেণ্য চার গুণীজন সৈয়দ শামসুল হক, জিয়া হায়দার, আলী যাকের ও খালেদ খানের নামে ‘নাগরিক সম্মাননা পদক’ প্রদান করা হয়।

এর মধ্যে সৈয়দ শামসুল হক সম্মাননা, জিয়া হায়দার সম্মাননা, খালেদ খান সম্মাননা ও আলী যাকের সম্মাননা পেয়েছেন যথাক্রমে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, সৈয়দ জামিল আহমেদ, মাসুদ আলী খান ও নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর