সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা ৫৮ দলীয় ইউএনএ জোটের

নিজস্ব প্রতিবেদক

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে প্রয়াত এইচ এম এরশাদ প্রতিষ্ঠিত ৫৮ দলীয় সম্মিলিত জাতীয় জোট-ইউএনএ। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জোটের চেয়ারম্যান সেকেন্দার আলী মনি। এ সময় জোটের মুখপাত্র শেখ মোস্তাফিজুর রহমান চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট নিরসনে ৭ দফা কর্মসূচি ঘোষণা করেন। এগুলো হলো- গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার রক্ষায় চলমান রাজনৈতিক সংকট নিরসনে সরকার ও বিরোধী দলের মধ্যে অবিলম্বে গঠনমূলক সংলাপ, বেকারদের কর্মসংস্থান, নিত্যপ্রয়োজনীয় সব দ্রব্যের দাম অবিলম্বে কমানো, পানি-বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি তেলসহ সব দাহ্য পদার্থের দাম কমানো, পাচার করা অর্থ দেশে ফেরত এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও সব ধরনের অনৈতিক কাজ অবিলম্বে বন্ধ করা। শেখ মোস্তাফিজুর রহমান জানান, ৭ দফা দাবি আদায়ে আগামী ৩০ মার্চ ঢাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সময় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর