সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

হিযবুত তাহরীরের অর্থ বিভাগের শীর্ষ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ নেতা তৌহিদুর রহমান তৌহিদকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব। দীর্ঘ ১১ বছর ধরে পালিয়ে থাকা এই জঙ্গি নেতাকে শনিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব-২ এর একটি দল। র‌্যাব-২ এর সহকারী পরিচালক মো. ফজলুল হক বলেন, জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হিযবুতের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতার তৌহিদ হিযবুত তাহরীরের দাওয়াতি ও অর্থ বিভাগের দায়িত্বপ্রাপ্ত শীর্ষ নেতা। ঢাকার হাজারীবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় দন্ডপ্রাপ্ত আসামি তিনি। তৌহিদ ছদ্মবেশে ১১ বছর ধরে আত্মগোপনে ছিলেন জানিয়ে তিনি বলেন, অবশেষে শনিবার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গিবাদী বই প্রচার ও তরুণ প্রজš§কে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর