শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

কুয়াকাটার মেয়রের জাপা ছেড়ে আওয়ামী লীগে যোগদান

নিজস্ব প্রতিবেদক

পটুয়াখালীর কুয়াকাটার পৌর মেয়র আনোয়ার হাওলাদার জাতীয় পার্টি (জাপা) ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। গতকাল সকালে ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক নম্বর সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ এমপির হাতে ফুলের তোড়া দিয়ে ক্ষমতাসীন দলে যোগ দেন তিনি। আবুল হাসানাত আবদুল্লাহর সংসদ ভবনের সরকারি বাসভবনে এ যোগদান অনুষ্ঠানে কুয়াকাটার বিভিন্ন স্তরের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগে যোগদান প্রসঙ্গে আনোয়ার হাওলাদার বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তার দলে যোগ দিয়ে কুয়াকাটাবাসীর উন্নয়নে কাজ করাই আমার লক্ষ্য’।

এ সময় উপস্থিত ছিলেন- বরিশালের বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, গৌরনদী পৌরসভার মেয়র হারিচুর রহমান, কুয়াকাটা পৌরসভার প্যানেল মেয়র-১ মনির শরিফ, প্যানেল মেয়র-২ শহিদুল ইসলাম শহিদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা এম এ বারী আজাদ, আবদুল রব হাওলাদার (মাঝি), যুবলীগ নেতা সগির মোল্লা, রেলওয়ে শ্রমিক লীগের নেতা মাসুম বিল্লাহ প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর