নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশন ৭৪তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছে। গতকাল সকালে হাইকমিশন চত্বরে আয়োজিত অনুষ্ঠান এবং সন্ধ্যায় নাগরিক সংবর্ধনার মাধ্যমে উদযাপন হয় ভারতের এ বিশেষ দিনটি। সকালে হাইকমিশন চত্বরে বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা তাঁর দেশের জাতীয় পতাকা উত্তোলন এবং প্রেেিডন্টের ভাষণ পাঠ করেন। অনুষ্ঠানে প্রবাসী ভারতীয়রা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। সন্ধ্যায় আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় আয়োজন করা হয় নাগরিক সংবর্ধনা। এতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পদস্থ সরকারি কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, বাংলাদেশ ও ভারত তাদের জনগণের মঙ্গল, শান্তি ও উন্নতির জন্য একসঙ্গে কাজ করবে। তিনি বৈশ্বিক চ্যালেঞ্জ, যেমন কভিড বা ইউরোপ সমস্যা মোকাবিলায় বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য অংশীদারির ওপর জোর দেন। সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে বাংলাদেশকে অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী সব ধরনের বাণিজ্য বাধা দূর করার আহ্বান জানান।