মহান মুক্তিযুদ্ধে বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী বাঙালিদের অবদান নিয়ে রচিত ‘মিস্টার প্রেসিডেন্ট’ উপন্যাসের গ্রন্থ পরিচিতি ও প্রকাশনা উৎসব গতকাল শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে অনুষ্ঠিত হয়। কবি আসাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রধান আলোচক কথাসাহিত্যিক ফরিদা রহমান, সম্মানিত আলোচক সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, সাবেক এমপি নাজমা আক্তার প্রমুখ। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, আবু সাঈদ চৌধুরীর মুক্তিযুদ্ধের দিনগুলি নিয়ে এই বই অপূর্ব ইতিহাস। এই বইটা তরুণ কূটনীতিকদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কূটনৈতিক ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্ক যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আবু সাঈদ চৌধুরী তার জ্বলন্ত উদহারণ। ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আকতার হোসেনের এই বই পাঠকের জন্য আনন্দদায়ক পাঠ হবে। তিনি বিচারপতি আবু সাঈদ চৌধুরীর জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বইটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন মুক্তিযুদ্ধকালীন প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাবেক রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী। মুজিবনগর সরকার তাঁকে বহির্বিশ্ব ও জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক মিশনের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়। দেশ স্বাধীনের পর হয়েছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাঠ করিয়েছিলেন শপথ বাক্য। সেই আবু সাঈদ চৌধুরীকে কেন্দ্রীয় চরিত্রে রেখে বইটি লিখেছেন কানাডা প্রবাসী আকতার হোসেন। তিনি বলেন, বিশেষ প্রতিনিধি হিসেবে লন্ডনে আবু সাঈদ চৌধুরীর প্রথম দিনের কর্মকান্ড দিয়ে শুরু করে জীবনের শেষ দিনটি পর্যন্ত ধরে রাখার চেষ্টা করা হয়েছে উপন্যাসটিতে।
শিরোনাম
- ৫ দিনের রিমান্ডে ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান নেতা মাহফুজ
- সুন্দরগঞ্জে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে নিহত ১
- দুধে ঘুমের ওষুধ মিশিয়ে কিশোরী ধর্ষণ, যাবজ্জীবন সাজা
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক