মহান মুক্তিযুদ্ধে বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী বাঙালিদের অবদান নিয়ে রচিত ‘মিস্টার প্রেসিডেন্ট’ উপন্যাসের গ্রন্থ পরিচিতি ও প্রকাশনা উৎসব গতকাল শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে অনুষ্ঠিত হয়। কবি আসাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রধান আলোচক কথাসাহিত্যিক ফরিদা রহমান, সম্মানিত আলোচক সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, সাবেক এমপি নাজমা আক্তার প্রমুখ। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, আবু সাঈদ চৌধুরীর মুক্তিযুদ্ধের দিনগুলি নিয়ে এই বই অপূর্ব ইতিহাস। এই বইটা তরুণ কূটনীতিকদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কূটনৈতিক ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্ক যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আবু সাঈদ চৌধুরী তার জ্বলন্ত উদহারণ। ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আকতার হোসেনের এই বই পাঠকের জন্য আনন্দদায়ক পাঠ হবে। তিনি বিচারপতি আবু সাঈদ চৌধুরীর জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বইটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন মুক্তিযুদ্ধকালীন প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাবেক রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী। মুজিবনগর সরকার তাঁকে বহির্বিশ্ব ও জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক মিশনের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়। দেশ স্বাধীনের পর হয়েছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাঠ করিয়েছিলেন শপথ বাক্য। সেই আবু সাঈদ চৌধুরীকে কেন্দ্রীয় চরিত্রে রেখে বইটি লিখেছেন কানাডা প্রবাসী আকতার হোসেন। তিনি বলেন, বিশেষ প্রতিনিধি হিসেবে লন্ডনে আবু সাঈদ চৌধুরীর প্রথম দিনের কর্মকান্ড দিয়ে শুরু করে জীবনের শেষ দিনটি পর্যন্ত ধরে রাখার চেষ্টা করা হয়েছে উপন্যাসটিতে।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা