সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

আইনজীবীদের অসহিষ্ণুতা পরিত্যাগের আহ্বান প্রধান বিচারপতির

নিজস্ব প্রতিবেদক

বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হয় এমন কাজ থেকে বিরত থাকতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেছেন, ইদানীংকালে দেখা যাচ্ছে, আমরা কেন যেন অসহিষ্ণু হয়ে যাচ্ছি। তাই আমাদেরকে এই অসহিষ্ণুতা পরিত্যাগ করতে হবে। গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি এম ইনায়েতুর রহিম, হাই কোর্ট বিভাগের বিচারপতি একেএম আসাদুজ্জামান এবং সমিতির সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নূর দুলালসহ আইনজীবী সমিতির নেতারা উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি বলেন, জুডিশিয়ারিকে হেফাজত করা ও শক্তিশালী করা আমার একার পক্ষে সম্ভব না। এক্ষেত্রে সবার সহযোগিতা করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর