শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের ‘গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্ডার অ্যাওয়ার্ড’ পেলেন নূর খানসহ ১০ জন

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের ‘গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্ডার অ্যাওয়ার্ড’ জিতেছেন বাংলাদেশের মোহাম্মদ নূর খানসহ বিশ্বের ১০ মানবাধিকার কর্মী। মানবাধিকারের সুরক্ষা, মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রকাশ, প্রতিবাদ ও জবাবদিহিতা নিশ্চিতে অবদান রাখার জন্য বিশ্বের বিভিন্ন দেশের ১০ জনকে এ অ্যাওয়ার্ড  প্রদানের জন্য বাছাই করা হয়েছে বলে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। অ্যাওয়ার্ডের জন্য নূর খানকে বাছাই প্রসঙ্গে স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, বিগত তিন দশকেরও বেশি সময় থেকে তিনি বাংলাদেশে দুটি মানবাধিকার সংস্থার (নাম উল্লেখ করা হয়নি) নেতৃত্ব দিয়ে আসছেন। মানবাধিকার ইস্যুতে সমন্বয় করেছেন আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে। অ্যাওয়ার্ডের জন্য মনোনীত অন্য নয়জন হলেন- ব্রাজিলের এলিজে দে সোজা ফারিয়াস, ক্যাম্বোডিয়ার সিম সিথার, জর্জিয়ার নিনো লমজারিয়া এবং তার দল, হুন্ডুরাসের রোজা মেলানিয়া রেস ভেলাসকুয়েজ, ইরানের নাসরিন সোতোউদে, ইরাকের বাসদার হাসানের নেতৃত্বাধীন আইনি সহায়তাকারী দল, মৌরিতানিয়ার মোহামেদ এলি এল হার, চায়নার দিং জিয়াজি এবং টগোর ইকুয়ে ডেভিড যোশেফ দোসে।

সর্বশেষ খবর