বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সুন্দরবনে বিষ খাইয়ে বাঘ হত্যা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

সুন্দরবনে ছাগলের মাংসের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে একটি বাঘ হত্যা করা হয়েছে। সোমবার বিকালে সাতক্ষীরার শ্যামনগর ধলপাড়া গ্রামের অভিযুক্ত হাফিজুর রহমানের বাড়ি থেকে সেই বাঘের চামড়া উদ্ধার করেছে র‌্যাব। পাশাপাশি দুই চোরা শিকারি হাফিজুর রহমান (৪৩) ও শেখ ইসমাইল হোসেন (২৩) কে গ্রেফতার করা হয়। তারাই র‌্যাবকে বাঘের চামড়া বিক্রির জন্য চুক্তি ও সুন্দরবন থেকে বাঘের চামড়া সংগ্রহের কথা জানায়। গতকাল খুলনায় প্রেস ব্রিফিংয়ে বাঘ হত্যার বিষয়ে চাঞ্চল্যকর এই তথ্য দেন র‌্যাব-৬’র অধিনায়ক লে. কর্নেল মোসতাক আহমেদ। আটকদের দেওয়া তথ্য অনুযায়ী বাঘের চামড়া সংগ্রহের বর্ণনা দেন এই র‌্যাব অধিনায়ক। তিনি বলেন, ‘গোপনে সুন্দরবনে ঢুকে বাঘের চলাচলের গতিবিধি নজরদারি করে চোরা শিকারিরা। তারপর বাঘ চলাচলের পথে ছাগল জবাই করে তার মাংসে বিষ মিশিয়ে রাখা হয়। গন্ধ পেয়ে বাঘ এসে বিষযুক্ত মাংস খেয়ে মারা যায়। এরপর বাঘের শরীর থেকে চামড়া ছাড়িয়ে এনে গোপনে শুকিয়ে বিক্রি করে।’ র‌্যাব কর্মকর্তা জানান, উদ্ধার বাঘের চামড়াটি বিক্রির জন্য তারা প্রস্তুত করেছিল। যারা এই চামড়া কিনতে তাদেরকে প্রলুব্ধ করেছিল তাদেরকেও আইনের আওতায় আনা হবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর