শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে জানালেন রাষ্ট্রদূত

বাংলাদেশ বিজনেস সামিটে অংশ নেবে সৌদি আরব

নিজস্ব প্রতিবেদক

আগামী মার্চে ঢাকায় অনুষ্ঠেয় ‘বিজনেস সামিট, ২০২৩’-এ অংশ নেবে সৌদি আরব। দেশটির বাণিজ্যমন্ত্রী ড. মাজেদ বিন আবদুল্লাহ আলকাসাবির নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধি দল এই সামিটে অংশ নিতে ঢাকা সফর করবেন। গতকাল সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সাক্ষাৎ করে নিজ দেশের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আলদুহাইলান। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের বন্ধুরাষ্ট্র এবং বড় বাণিজ্যিক ও উন্নয়ন সহযোগী। সৌদি আরবে বাংলাদেশের তৈরি পোশাকসহ প্রক্রিয়াজাত খাদ্যসহ বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি হয়। বাংলাদেশে দেশটির বিভিন্ন খাতে বিনিয়োগ রয়েছে। দেশটির আরও বিনিয়োগ প্রত্যাশা করে বাংলাদেশ।  এর আগে বাণিজ্যমন্ত্রীর অফিস কক্ষে তার সঙ্গে ঢাকায় সফররত গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদৌ তানগারার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উভয় দেশের ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়। পরে বাণিজ্যমন্ত্রীর ঢাকাস্থ সরকারি বাসভবনে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মতবিনিময় করেন।

এ সময় কানাডার হাইকমিশনার বাংলাদেশে সরকারি পর্যায়ে ভোজ্যতেল কেনোলা এবং কেনোলা বিজ রপ্তানির প্রস্তাব দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর