শিরোনাম
শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

চবি চারুকলা শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের বাধা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) চারুকলা শহর থেকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে আন্দোলনতরত শিক্ষার্থীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে চবি ছাত্রলীগের বিরুদ্ধে। এ সময় এক সাংবাদিককেও হেনস্তা করা হয়েছে। গতকাল সকালে চবির শহীদ মিনার এলাকায় অবস্থান নেন চারুকলার শিক্ষার্থীরা। এ সময় তাদের বাধা দেন চবি ছাত্রলীগের উপগ্রুপ ‘বাংলার মুখ’ ও ‘ভিএক্স’-এর নেতা-কর্মীরা। ব্যানার-ফেস্টুন কেড়ে নেওয়া হয় আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছ থেকে। এদিকে শহীদ মিনার এলাকায় ছাত্রলীগের বাধার মুখে ছত্রভঙ্গ হওয়ার পর আন্দোলনকারীরা জিরো পয়েন্টে অবস্থান নেন। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মারজান আকতার, আরটিভির ভিডিও জার্নালিস্ট এমরাউল কায়েস মিঠু ছাত্রলীগ নেতা-কর্মীদের হাতে হেনস্তার শিকার হন। আন্দোলনকারীরা বলেন, আমরা অন্যান্য দিনের মতো আজও শান্তিপূর্ণভাবে শহীদ মিনারে অবস্থান নিয়েছিলাম। হঠাৎ একদল লোক এসে আমাদের ব্যানার-ফেস্টুন কেড়ে নেয় এবং আন্দোলন বন্ধের জন্য হুমকি দিয়ে শহীদ মিনার থেকে বের করে দেয়। চবি সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, ‘সাংবাদিকদের হেনস্তার বিষয়টি আমরা অবগত ছিলাম না। লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর