শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে শিল্পীর মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক, যশোর

বাংলাদেশ ও ভারতের একঝাঁক শিল্পীর চিত্রকর্ম নিয়ে যশোরের প্রাচ্য গ্যালারিতে চলছে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী ও শিল্পশিবির। ‘মৈত্রী চিত্রভাষ’ নামের এ প্রদর্শনীর মূল আয়োজক কলকাতার সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদ। কাঠমান্ডু এবং লন্ডনের পর যশোরে এটা তাদের তৃতীয় আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী। বৃহস্পতিবার শুরু হওয়া চার দিনের এ প্রদর্শনী চলবে কাল রাত ৯টা পর্যন্ত। আন্তর্জাতিক এ চিত্র প্রদর্শনী অনুষ্ঠানস্থল পরিণত হয়েছে দুই দেশের শিল্পীদের মিলনমেলায়। প্রদর্শনীর স্থানীয় আয়োজক প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বেনজীন খান বলেন, এবার প্রদর্শনীতে ভারতের ৬০ জন এবং বাংলাদেশের ৩০ জন শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে। আগামীতে নেপাল, ভুটানসহ সার্কভুক্ত দেশগুলো এবং পরবর্তীতে অন্যান্য দেশের শিল্পীদের নিয়ে চিত্র প্রদর্শনী আয়োজনের চেষ্টা করা হবে। সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদ কলকাতার সহসম্পাদক ড. শান্তনু সেনগুপ্ত বলেন, ‘চিত্রশিল্পের যতগুলো সাবজেক্ট আছে (গ্রাফিক্স, স্কাল্পচার, পেইন্টিংয়ে ওয়েল, অ্যাক্রেলিক, ওয়াটার, মিক্স মিডিয়া) সব সাবজেক্ট এখানে কাভার করার চেষ্টা করেছি।’

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর