শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

জামাতে নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেল ৩০ কিশোর

নিজস্ব প্রতিবেদক, সিলেট

৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে বাইসাইকেল উপহার পেল ৩০ কিশোর। গতকাল জুমার নামাজের পর সিলেট নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের টুলটিকর জামে মসজিদে এক অনুষ্ঠানের মাধ্যমে ওই কিশোরদের হাতে বাইসাইকেল ও অন্যান্য উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। শিশু-কিশোরদের নামাজের প্রতি মনোযোগী করতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।

টুলটিকর জামে মসজিদের মোতাওয়াল্লি জুনেদ আহমদ জানান, এলাকার শিশু কিশোরদের মসজিদমুখি ও নামাজের প্রতি মনোযোগী করতে টুলটিকর সমাজকল্যাণ সমিতি ও অঙ্কুর সাহিত্য পাঠাগার বিশেষ উদ্যোগ নেয়। এজন্য এলাকায় ঘোষণা করা হয়- যে শিশু বা কিশোররা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতে আদায় করবে তাদের বাইসাইকেল উপহার দেওয়া হবে। এই প্রতিযোগিতায় ৮০ জনের বেশি শিশু-কিশোর অংশ নেয়। এর মধ্য থেকে প্রতিযোগিতায় বিজয়ী হয় ৩০ জন।

 গতকাল জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে তাদের বাইসাইকেল ও অন্যান্য উপহারসামগ্রী প্রদান করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সোহেল আহমদ রিপনসহ অন্যরা।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর