শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

আমরা আর জঙ্গিবাদের শিকার হতে চাই না : স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

আমরা আর জঙ্গিবাদের শিকার হতে চাই না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আমরা আর সন্ত্রাস-জঙ্গিবাদের শিকার হতে চাই না। অতীতে সন্ত্রাস-জঙ্গিবাদের উত্থান দেখেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আলোকিত বাংলাদেশে এসেছি। শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনার বিকল্প কেবল তিনি নিজেই। আওয়ামী লীগ ষড়যন্ত্রে বিশ্বাস করে না। জনগণের ভোটেই এ দল ক্ষমতায় আসে। গতকাল কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়ার দরিয়ারপাড় ঈদগাঁহ কমপ্লেক্সের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন পূর্ণ হয়েছে। এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন প্রধানমন্ত্রী। ২০৪১ সালে বাংলাদেশ উন্নয়ন রাষ্ট্রে পরিণত হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম খান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মো. আবদুল মান্নান। আলহাজ ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন চেয়ারম্যানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার,  ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান আবু জাহের, ব্রাহ্মণপাড়া ইউএনও সোহেল রানা, বুড়িচং ইউএনও সাহিদা আক্তার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর