রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
ড. ওয়াজেদ মিয়া স্মরণসভা

তরুণ প্রজন্মকে বিজ্ঞানমুখী করতে হবে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

তরুণ প্রজন্মকে বিজ্ঞানমুখী করতে হবে : স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু দেশের মেধাবী সন্তানদের কাজে লাগাতে চাইতেন। ড. ওয়াজেদ মিয়া শিক্ষা ও কর্মজীবনের সর্বত্রই মেধার স্বাক্ষর রেখেছেন। ড. ওয়াজেদ মিয়াকে নিয়ে দিবসভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি তরুণ প্রজন্মকে বিজ্ঞানমুখী করতে হবে। এ জন্য পীরগঞ্জের দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের বৃত্তিসহ অন্যান্য সহযোগিতা প্রদানে অগ্রসর হওয়ার আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে গতকাল প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী প্রয়াত ‘ড. এম এ ওয়াজেদ মিয়ার কর্মময় জীবন’ গ্রন্থের আলোচনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে ড. এম এ ওয়াজেদ মিয়া  মেমোরিয়াল ফাউন্ডেশন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শহীদ হোসাইন, পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. অশোক কুমার পাল, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও পীরগঞ্জ (রংপুর) সমিতির সভাপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আ ন ম আল ফিরোজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক আবুল কালাম আজাদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর