রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বই মানুষের প্রকৃত বন্ধু

তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

বই মানুষের প্রকৃত বন্ধু

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, বই মানুষের প্রকৃত বন্ধু। বই পড়ার অভ্যাস মানুষকে অনন্ত সুখ ও সমৃদ্ধির পথে এগিয়ে নেয়। জ্ঞানই আলো ও সমৃদ্ধির উৎস। আর জ্ঞানের আধার হচ্ছে বই ও লাইব্রেরি। জাতীয় গ্রন্থাগার ও সাহিত্য সম্মেলন-২০২৩ উপলক্ষে গতকাল বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। তাজুল ইসলাম বলেন, অতীতে দেশ দখল করে সম্পদ অর্জন করা হতো। বর্তমানে আর তার দরকার হয় না। এখন জ্ঞান অর্জনের মাধ্যমে সম্পদশালী হওয়া সম্ভব। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জ্ঞানের এ অগ্রসরতাই সভ্যতা এগিয়ে নেয়।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর