সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

একুশে সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত

-আহমেদ আকবর সোবহান

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

একুশে সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সঙ্গে তাঁর বাসভবনে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতারা -বাংলাদেশ প্রতিদিন

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেন- বাঙালি জাতির জন্য একুশে ফেব্রুয়ারি চরম শোক ও বেদনার। অন্যদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র ও যুব সমাজসহ সর্বস্তরের মানুষ সে সময়ের শাসক গোষ্ঠীর চোখ রাঙানি ও প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গতকাল এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে শান্তিপূর্ণভাবে অমর একুশে ফেব্রুয়ারি উদযাপন সফল করতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সঙ্গে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতারা এ মতবিনিময় সভা করেছেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভূঁইয়া। গতকাল দুপুরে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের বাসভবনে এ মতবিনিময় সভা হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবুল বাশার টুকু, দাউদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভূঁইয়া রানু, মনজুরুল ইসলাম মাঞ্জু, রংধনু গ্রুপের পরিচালক ও জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, আবু দাউদ মোল্লা, মাহবুবুর রহমান খান, কামাল হোসেন কমল, তারিকুল ইসলাম মোগল, অ্যাডভোকেট তায়েবুর রহমান, শেখ মোয়াজ্জেম হোসেন সাঈদ, মনিরুজ্জামান মনিরসহ আরও অনেকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর