সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

করোনা টিকার চতুর্থ ডোজে আগ্রহ নেই খুলনায়

সামছুজ্জামান শাহীন, খুলনা

করোনা টিকার চতুর্থ ডোজে আগ্রহ নেই খুলনায়

সুরক্ষা অ্যাপে সময়মতো তথ্য না পাওয়া, প্রচার-প্রচারণার অভাব ও শীত মৌসুমে করোনার প্রকোপ কম থাকায় চতুর্থ ডোজের টিকা নেওয়ার আগ্রহ নেই মানুষের। খুলনায় গত দুই মাসে চতুর্থ ডোজের টিকা নিয়েছেন মাত্র ৬০ হাজার ৪৩১ জন। এর আগে প্রথম ডোজের তুলনায় প্রায় অর্ধেক জনগোষ্ঠী রয়েছে বুস্টার ডোজের আওতার বাইরে। কমেছে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারীর সংখ্যাও। সংশ্লিষ্ট চিকিৎসকরা বলছেন, বিপুল জনগোষ্ঠী বুস্টার ডোজ ও চতুর্থ ডোজের আওতার বাইরে থাকায় করোনার ঝুঁকি বাড়ছে।

খুলনা সিভিল সার্জন অফিসের তথ্যানুযায়ী, খুলনা জেলায় প্রথম ডোজ টিকা নিয়েছেন ২৩ লাখ ৭৬ হাজার ৭২০ জন। দ্বিতীয় ডোজের টিকা ২২ লাখ ৭ হাজার ৫৪৮ জন ও বুস্টার ডোজ নিয়েছেন ১২ লাখ ৭৫ হাজার ৩৭২ জন। প্রথম ডোজের তুলনায় ১১ লাখ ১ হাজার ৩৪৮ জনকে বুস্টার ডোজের আওতায় আনা যায়নি। জানা যায়, প্রচার-প্রচারণায় ঘাটতি এবং এই কাজের জন্য সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে সময়মতো তথ্য না পাওয়ায় টিকা গ্রহণকারীর সংখ্যা কমেছে। তবে সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা বলছেন, চতুর্থ ডোজের ক্ষেত্রে পাঁচটি ক্যাটাগরিতে ষাটোর্ধ্ব, সম্মুখসারির যোদ্ধা ও কম রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন, গর্ভবতী মহিলা এবং দুগ্ধদানকারী মায়েদের এই টিকা দেওয়া হচ্ছে। মানুষের মধ্যে সচেতনতার অভাবও রয়েছে। তবে গণহারে চতুর্থ ডোজ প্রদানের কর্মসূচি শুরু হলে টিকা গ্রহণকারীর সংখ্যা বাড়বে। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মনোয়ারা বেগম জানান, এখন করোনার প্রভাব কম। এ ছাড়া বারবার টিকা দিতে অনেকের আগ্রহ নেই। সুরক্ষা অ্যাপের খুদেবার্তাও পায়নি অনেকে। স্বাস্থ্যকর্মীরা বলছেন, তৃতীয় ডোজের পর চার মাস পূরণ হলে চতুর্থ ডোজ দেওয়া যাবে। কিন্তু অনেকে টিকা নিতে যাচ্ছেন না। এদিকে গতকাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, করোনা টিকার চতুর্থ ডোজ প্রদানের কার্যক্রম চলছে। এ পর্যন্ত জেলায় ৬০ হাজার ৪৩১ জন চতুর্থ ডোজের টিকা নিয়েছেন। এক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি করতে আরও প্রচারণা চালানো প্রয়োজন। তিনি বলেন, গণহারে টিকার কর্মসূচি শুরু হলে গ্রহণকারীর সংখ্যা বাড়বে। সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার হালদার বলেন, নগরীতে ছয়টি কেন্দ্রে চতুর্থ ডোজের টিকা দেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর