সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ভাস্কর্য সরানো রাষ্ট্রের অনাকাক্সিক্ষত ভয়াবহতার প্রমাণ : রব

নিজস্ব প্রতিবেদক

ভাস্কর্য সরানো রাষ্ট্রের অনাকাক্সিক্ষত ভয়াবহতার প্রমাণ : রব

বিশ্বকবি রবীন্দ্রনাথের ভাস্কর্য গুম এবং তা আস্তাকুঁড়ে নিক্ষেপের প্রতিবাদ জানিয়েছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। গতকাল এক বিবৃতিতে তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাতের আঁধারে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রতিবাদী ভাস্কর্য সরিয়ে দিয়ে রাষ্ট্রের অনাকাক্সিক্ষত ভয়াবহতা প্রমাণ করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রবি ঠাকুরের ভাস্কর্যটি সরিয়ে ঠিক কাজ বলেও দাবি করেছে। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা অপশাসন ও মতপ্রকাশের স্বাধীনতা স্তব্ধ করার প্রতিবাদে রাজু ভাস্কর্যের পাশে রবি ঠাকুরের একটি প্রতীকী ভাস্কর্য অস্থায়ীভাবে স্থাপন করেছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর